Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

 ”উপজেলা সমবায় কার্যালয়,সোনাতলা,বগুড়ার ওয়েবসাইটে স্বাগতম”


ভিশন ও মিশন

ভিশন মিশন

বর্তমান সরকার রুপকল্প 2021 এর যথাযথ বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ সুশাসন সংহত করণে সচেষ্ট এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে বদ্ধপরিকর। সরকারের সেই উদেশ্য বাস্তবায়নে উপজেলা সমবায় কার্যালয়, সোনাতলা, বগুড়া দক্ষ এবং গতিশীল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছে। সরকারের রুপকল্প 2021 এবং এসডিজি অর্জন এবং 7 পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে উপজেলা সমবায় কার্যালয়, সোনাতলা, বগুড়া, দক্ষতার সাথে গতিশীলভাবে কাজ করে যাচ্ছে। রুপকল্পের রুপরেখা হিসাবে উপজেলা সমবায় কার্যালয়, সোনাতলা, বগুড়া অত্র জেলা সমবায় অফিসার, বগুড়া মহোদয়ের সঙ্গে বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি স্বাক্ষর করেছ। আগামীর অভিলক্ষ্য হিসাবে উপজেলা সমবায় কার্যালয়, সোনাতলা, বগুড়া এর নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহন করেছে। যথাঃ

  • 01 টি উৎপাদনমুখি সমবায় সংগঠন করা হবে;
  • 100 জনকে চাহিদাভিত্তিক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ প্রদান করা হবে;
  • বার্ষিক নির্বাচনী ক্যালেন্ডার মোতাবেক 90 টি সমবায়ের নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা হবে;
  • সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
  • সরকারের রাজস্ব আয় হিসাবে সমবায় সমিতিগুলো হতে নিরীক্ষা ফি ও সমবায় উন্নয়ন তহবিল আদায় করা হবে।
  • 05 জন সমবায়ীর সরাসরি ও 70 জন সমবায়ীর আত্ম-কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

মাঠ পর্যায়ের কার্যালয় সমূহ হতে সরাসরি নাগরিকদের সেবা প্রদান করা হবে।